১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে খাবারের দাবিতে শতাধিক অসহায় ও কর্মহীন মানুষের বিক্ষোভ মিছিল, “আর কত উপবাস থাকব, খাবার দে” স্লোগানে রাস্তায় অসহায় নারী-পুরুষ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ , ২১ এপ্রিল ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

“আর কত উপবাস থাকব, খাবার দে” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(২১এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শতাধিক গরীব, অসহায় ও কর্মহীন নারী-পুরুষ খাবারের দাবিতে বিক্ষোভ মিছিলসহ রাস্তায় নামতে দেখা গেছে। সরাইল থানার সামনের সড়ক দিয়ে মিছিলকারীরা “আর কত উপবাস থাকব, খাবার দে” স্লোগানে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। করোনা পরিস্থিতিতে দীর্ঘ দেড় মাস ধরে কর্মহীন মানুষের পাশাপাশি সাধারণ গরীব ও অসহায় লোকজন এখন জীবিকার টানে দিশেহারা। স্ত্রী, ছেলে, মেয়েসহ পরিবার পরিজন নিয়ে সাংসারিক ব্যয়ভার বহনে দিশেহারা সাধারণ মানুষ ক্ষুধার তাড়নায় রাস্থায় নামতে বাধ্য হয়েছেন বলে বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারীরা জানিয়েছেন। স্থানীয়ভাবে ব্যক্তি উদ্যোগে বিতরণকৃত সাহায্যের মধ্যে কেউ কেউ সামান্য সাহায্য পেলেও সরকারি সাহায্য সহোগিতা থেকে বঞ্চিত ওইসব গরীব, অসহায় ও কর্মহীন লোকজন পেটের দায়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। এ দিকে পুরো উপজেলায় এ পর্যন্ত প্রায় ৪৬মেট্টিক টন চাল সরকারি ত্রাণ হিসেবে গরীবদের মাঝে বিতরণ করা হলেও চাহিদার তুলনায় তা খুবই কম বলে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সূত্রে জানা গেছে। গরীব, দুঃখী ও অসহায় মানুষের জন্য সরকারিভাবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বরাদ্ধের পাশাপাশি সমাজের বিত্তশালীরা আরও অধিক পরিমাণে সাহায্য সহযোগিতা নিয়ে অসহায় লোকজনের পাশে দাঁড়াতে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন