২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

সরাইলে কৃষকের স্বপ্নপূরনে বাধাঁ কুচুরিপানা!!!, হতাশ কৃষক, দেখার কেউ নেই

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ , ১১ এপ্রিল ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

FB_IMG_1523358600563

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর  ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষকের স্বপ্ন পূরনে প্রধান বাধাঁ হয়ে দাঁড়িয়েছে কুচুরিপানা। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে তিতাস নদীর শাপলা বিলে অবাক করার মত এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য দেখা দিলেও প্রতিকারে কোন পদক্ষেপ না নেওয়ায় হতাশ রয়েছেন এলাকার কৃষক সমাজ। এলাকাসূূূূত্রে জানা যায়, ঐ এলাকার তিতাস নদীর শাপলা বিলে হাজার হাজার একর জমিতে স্তানীয় কৃষকরা ধান চাষ করেছেন। এখন ফসলল কেটে বাড়িতে আনার স্বপ্নে বিভোর তারা। কিন্তু তাদের এ স্বপ্নে প্রধান বাধাঁ হয়ে দাঁড়িয়েছে তিতাস নদীতে আটকে কুচুরিপানা। এলাকার কৃষকদের অভিযোগ শাহ্জাদাপুর তিতাস নদীতে স্থানীয় জেলে সম্প্রদায় কর্তৃক কচুরী পানা দিয়ে মাছের ঘের তৈরী করায় প্রতি বছর কৃষকরা শাপলা বিল থেকে তাদের জমির পাকা ধান কেটে নদী যোগে নৌকায় দিয়ে আনতে বিরাট বাঁধার সম্মুখীন হয়। কিন্তুু জেলেরা মাছ ধরার পর কুচুরী পানা গুলো নদীর পাড় বা ডাঙ্গায় উঠিয়ে রাখলে এ রকম সমস্যা হত না। এ ব্যপারে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের কাছে কৃষকরা গেলেও কোন প্রকার প্রতিকার হচ্ছে না। প্রতি বছর এ রকম সমস্যায় ভুগতে হয় এলাকার শত শত কৃষককে। শুধু শাহজাদাপুর নয়, দেওড়া, মলাইশসহ অন্যান্য গ্রামের কৃষকদের জমিও রয়েছে এ শাপলা বিলে। কৃষকদের দাবি জেলেরা একটু পরিশ্রম করে কুচুরিপানা নদীদে না ছাড়লেই এ রকম সমস্যায় পড়তে হত না শত শত কৃষককে। কিন্তু বিষয়টি যেন দেখার কেউ নেই। এ ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন অভিযোগকারী শাহজাদাপুর গ্রামের সচেতন নাগরিক মো: আল মামুন খান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন