সরাইলে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ , ১৩ সেপ্টেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
সরাইল নিউজ ২৪.কম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জানাত(১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছেন পুলিশ। উপজেলা সদরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এর পূর্ব পাশের বাসা থেকে আজ রোববার(১৩সেপ্টেম্বর) দুপুরে ঐ কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি উপজেলার সদর ইউনিয়নের বগলাহাটির মৃত জবান আলীর মেয়ে। সে ফুফুর বাসায় থেকে তার ফুফুর দুই সন্তানকে দেখাশোনা করতেন বলে জানা গেছে।
এ ব্যাপারে সরাইল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, সিলিং ফ্যানের সাথে গলায় দুটি ওড়না পেঁচানো অবস্থায় মেয়েটির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন