সরাইলে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ , ১১ আগস্ট ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইকরাম(১৬) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছেন পুলিশ। রোববার (১১ আগস্ট) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারজীবীপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইকরাম একই এলাকার শহিদুল ইসলামের পুত্র ও সরাইল সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইকরামের বাড়ির পাশেই খালা লাভলী বেগমের বাড়ি। তার স্বামী বাহার আলী প্রবাসী। খালার বাড়িতেই থাকতেন ইকরাম। রোববার সকালে খালা লাভলী বেগম ঘরের দরজা তালা দিয়ে বাড়ির বাইরে যান। লাভলী বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা খোলা। পরে ঘরের ভেতরে তল্লাশি করে খাটের নিচে একটি বস্তা দেখতে পান। সেই বস্তার মুখ খুলে দেখেন ভেতরে তার ভাগ্নে ইকরামের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী লাশ উদ্ধার করেন। সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটো লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিৎ করে বলেন কোন এক সময় কলেজ ছাত্র ইকরামকে হত্যার পর মরদেহ লোকানোর চেষ্টা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বের হয়ে আসবে বলে আশা করছি।
আপনার মন্তব্য লিখুন