সরাইলে করোনা পরিস্থিতিতে মানবিক সাহায্য নিয়ে কর্মহীন মানুষদের পাশে দাড়াঁলেন এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ , ২৯ মার্চ ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা পরিস্থিতিতে মানবিক সাহায্য নিয়ে কর্মহীন মানুষের পাশে দাড়িঁয়েছেন সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের কৃতি সন্তান, সরাইল উপজেলা পরিষদের বিগত নির্বাচনে আনারস প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। আজ রোববার(২৯মার্চ) বিকালে এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নিজ এলাকা কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের কর্মহীন প্রায় দুই শতাধিক পরিবারের মধ্যে মানবিক সাহায্য প্রদান করেন। সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো, বিএনপি নেতা আজমল হোসেন ছোটন ও সাংবাদিক তাসলিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন