সরাইলে কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ , ২৮ এপ্রিল ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন ২৫ জন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপির) মাঝে পিপিই, হ্যান্ড গ্লাবস, মাস্ক, ও সাবান বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার(২৮এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নোমান মিয়া স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ আবিদুল ইসলাম। বিতরণকালে বিদ্যমান সংকটে আন্তরিকতার সাথে মানুষের সেবা প্রদানের জন্য সিএইচসিপি সহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের প্রতি আহবান জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেয়ে উপজেলা সিএইচসিপি এসোসিয়েশন সভাপতি শেখ আক্তারুজ্জামান রাজিব ও সাধারন সম্পাদক মোকারম আলী সোহেল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং করোনা সংকটে গ্রামীণ জনগণের সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মন্তব্য লিখুন