সরাইলে ওরষ মেলার জুয়ার আসরে ছুড়িকাঘাতে কিশোর নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ , ৪ জানুয়ারি ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছুড়িকাঘাতে শাকিব মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে তর্কবিতর্কের জের ধরে বৃহস্পতিবার বিকেলে উপজেলার শাহবাজপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর তারেক নামে ঘাতক কিশোরকে আটক করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহবাজপুর ইউনিয়নের ১ম গেইট এলাকায় বাঘা চাঁন মিয়ার ওরষে মেলা চলছিল। এই মেলার পাশে জুয়ার আসর বসে। সেখানে জুয়ার বোর্ডে লগ্নি করার জন্য কিশোর সাকিব মিয়ার কাছে ২০ টাকা দাবি করে অপর কিশোর মো. তারেক। এ সময় ২০ টাকা দিতে অপারগতা প্রকাশ করে সাকিব। পরে এনিয়ে প্রথমে তাদের মধ্যে তর্কবিতর্কসহ হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে তারেক ছুড়ি নিয়ে এসে সাকিবকে ছুড়িকাঘাত করলে গুরুতর আহ অবস্থায় স্থানীয় লোকজন সাকিবকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিবকে মৃত ঘোষণা করেন।সরাইল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির জানান, ঘাতক কিশোর তারেককে আটক করা হয়েছে। নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।তিনি বলেন মেলায় জুয়া খেলার মধ্যে ঘটনাটি ঘটেছে, এমনটি নয়। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আপনার মন্তব্য লিখুন