সরাইলে এডভোকেট তপুর পিতার ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ , ২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের আইনজীবি, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি এলাকার কৃতি সন্তান এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর পিতা মরহুম করিম হোসেন লস্কর এর ১৫তম মৃত্যুবার্ষিকী আনিষ্ঠানিকভাবে পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার(২৫সেপ্টেম্বর) দুপুরে সূর্য কান্দি এলাকায় এডভোকেট তপুর পৈত্রিক বাড়িতে নব নির্মিত ৩লা ভবন এর ভেতর এক খতম অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) আসন থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ৫বারের বিএনপি দলীয় এমপি উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ দলীয় নির্বাচিত এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ,
সাবেক অতিরিক্ত সচিব ও আওয়ামী লীগ নেতা ফরহাদ রহমান মাক্কি, সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী রোকেয়া বেগম, উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির একমাত্র পুত্র মাইনুল হাসান তুষারসহ জেলা জজ কোর্টের বিভিন্ন বিজ্ঞ আইনজীবি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্বীয়-স্বজন ও দাওয়াতী বিভিন্ন স্তরের লোকজন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন। নিজ পিতার ১৫তম মৃত্যুবার্ষিকীর উক্ত অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁর পিতার আত্বার মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করেছেন এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
আপনার মন্তব্য লিখুন