সরাইলে এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি’র সমাবেশে সিংহের গর্জন, জনতার ঢ্ল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ , ২২ ডিসেম্বর ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে সিংহ প্রতীক এর প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধা এমপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ডিসেম্বর) সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত উক্ত জনসমাবেশে সিংহের গর্জনে জনতার ঢ্ল নামে। আশপাশের সড়কেও এক সময় জনতার দখলে চলে যায়। ফলে কিছু সময়ের জন্য সরাইল-অরুয়াইল সড়কে যান চলাচল বন্ধ থাকতে দেখা যায়। সরাইল উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সংগঠক আব্দুল হালিম, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী, জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধাসহ বিপুল সংখ্যক বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সিংহ প্রতীকের সমর্থকরা উক্ত সমাবেশে উপস্থিত হয়ে সিংহ প্রতীকের সমর্থনে গর্জন তুলেন। এ সময় এডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, গত ১০ বছর ধরে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে এসেছি। কোনো প্রকার এর অপপ্রচার ও গুজবে কান না দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ৩০ডিসেম্বর এর নির্বাচনে সিংহ প্রতীকে ভোট দিয়ে আমাকে ফের তৃতীয় বারের মত আপনাদের সেবক হিসেবে নির্বাচিত করবেন বলে আমি দৃঢ় আশাবাদী।
আপনার মন্তব্য লিখুন