সরাইলে ” ঈশা খাঁ পরিষদ ও পাঠাগার’ এর সাধারণ সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ , ৩০ মার্চ ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “ঈসা খাঁ’ পরিষদ ও পাঠাগার” এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলার বারো ভূঁইয়াদের প্রধান সনদের আলা ঈসা খাঁ’ এর স্মরণে প্রস্তাবিত সরাইল ” ঈসা খাঁ’ পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার ( ৩০ মার্চ) সকালে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. শাহজাহান ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল।
সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ আমান উল্লাহ এর কোরআন তেলায়াত ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ ইসমত আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, এডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউসার ও আওয়ামী লীগ নেতা মাহফুজ আলীসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন