সরাইলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত, মিল্লাত মাওলানার জানাজা ও দাফন সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত, মিল্লাত মাওলানার জানাজা ও দাফন সম্পন্ন
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) জুশনে জুলস র্যালি অনুষ্ঠিতে হয়েছে। র্যালিতে নেতৃত্বদানকালে আকস্মিক অচেতন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা এ জেড এম সাইদুর রহমান এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৮ অক্টোবর) সকাল ৯ টা ৪৫ মিনিটে র্যালি ও র্যালিতে নেতৃদানকারী মাওলানা মৃত্যুর ঘটনা ঘটে।
সরাইল উপজেলা আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত র্যালিটি উপজেলার স্বল্পনোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রাথঃবাজার সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা আহম্মদ আলী,সরাইল উপজেলা ইসলামী ফ্রন্টের সহসভাপতি মুফতি সামসুল হক রেজভী, জেলা ইসলামী ফ্রন্টের সহসাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম রেজভী, ইসলামী ফ্রন্ট সরাইল উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হোসেন, সহসেক্রেটারী মুফতি সাদ্দাম হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সরাইল সদর ইউনিয়ন শাখার সভাপতি হাশেম খান ও সাধারণ সম্পাদক সাইফুল্লা জিলনসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত উক্ত র্যালিতে অংশগ্রহন করেন।
এদিকে রালিতে নেতৃত্বদানকালে র্যালিটি স্থানীয় বাগে মদিনার সামনে আসলে ইসলামী ফ্রন্ট সরাইল উপজেলা শাখার সভাপতি ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা এ জেড এম সাইদুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন। এ সময় দলীয় নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে ইসিজি করার পরামর্শ দেন। এ সময় সরাইল আনন্দ মেডিকেলে তাঁকে নিয়ে গেলে সেখানে ইসিজি করার পর কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন। বাদ আছর কুট্টাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
মাওলানা এ জেড সাইদুর রহমান এর মৃত্যতে জেলা ইসলামী ফ্রন কর্তৃক ৩ দিনের শোক ঘোষনা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন