১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে ইভটিজিং প্রতিরোধে ঐক্যবদ্ধ এলাকাবাসী, বিভিন্ন মহলে প্রশংসা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ণ , ৬ নভেম্বর ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যালয় চলাকালীন সময়ে বখাটেদের উৎপাত বন্ধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন যুবসমাজসহ এলাকাবাসী। এ লক্ষ্যে উপজেলা সদরের সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম দিকে ও সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের পূর্ব দিকে অবস্থিত নিজসরাইল সড়কের প্রবেশপথের ব্রীজটিতে যে কাউকে বসতে নিষেধ  করেছেন এলাকাবাসী। ব্রিজটির রোলিংএ এবং পাশে সাইনবোর্ড লিখে সর্বসাধারণকে এ ব্যাপারে জানানো হয়েছে। নিজসরাইল গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহম্মেদ বাপ্পি জানান, ব্রিজটির উপর কিছু বখাটে বসে বিদ্যালয়গামী ছাত্রীদের নানাভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এই অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছে। এতে করে এলাকার বদনাম হচ্ছে। তাই এলাকার সচেতন যুবসমাজকে সাথে নিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে ব্রিজটির উপর যে কাউকে  বসার উপর  নিষেধ করা হয়েছে। এর ফলে বিভিন্ন মহল এ উদ্যোগের প্রশংসা করছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন