সরাইলে ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি দ্বীন ইসলাম, সম্পাদক আমজাদ হোসেন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ , ২ জুলাই ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি দ্বীন ইসলাম, সম্পাদক আমজাদ হোসেন
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ জুলাই) বিকালে পানিশ্বর সামছুল আলম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলন হয়। পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবর রহমান বাবুল। প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা আসন এর এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম খোকন, প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌস, সরাইল উপজেলা আ’লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ, যুগ্ম আহ্বায়ক শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ বণিক, সদস্য এডভোকেট জয়নাল উদ্দিন জয় ও রতন বক্স প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট নাজমুল হোসেন। পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকাল পাঁচটায় উক্ত অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড. নাজমুল হোসেন।
পরে তৃণমূল কাউন্সিলরদের গোপন ব্যালট পেপার এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। রাত ১১ টার দিকে ফলাফল ঘোষণা করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ন আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। এ সময় তৃণমূলের আওয়ামী লীগের নেতৃবৃন্দের ভোটে পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে মোঃ দ্বীন ইসলাম ও সাধারন সম্পাদক পদে আমজাদ হোসেন পুনরায় নির্বাচিত হয়েছেন। পরে এমপি শিউলি আজাদ কাউন্সিলে উপস্থিত এবং অন্যান্য ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদেরকে ও সম্মেলনে উপস্থিতিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী সরাইল থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সম্মেলন সমাপ্তি ঘোষনা করেন।
আপনার মন্তব্য লিখুন