সরাইলে আনুষ্ঠানিকভাবে মানবতার ফেরিওয়ালা’ খ্যাত জনবান্ধব পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএমকে বিদায়
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ , ১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত জনবান্ধব পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএমকে সরাইলে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার(১৬এপ্রিল) সরাইল থানায় এক বর্ণাঢ্য আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো: আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, সিনিয়র এএসপি(সরাইল সার্কেল) মো: মনিরুজ্জামান ফকির, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূঁইয়া, ওসি তদন্ত মো: কামরুজ্জামান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীবৃন্দ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংসকৃতিক ও স্বেচছাসেবী সংগঠনের নেতা-কর্মীসহ উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বিদায়ী এসপিকে ফুলেল শুভেচছা দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার হিসেবে মো. মিজানুর রহমান পিপিএম এর নানা জনকল্যানমূলক কাজের ভূঁয়ুশী প্রশংসা করে বক্তাগণ বলেন তাঁর কর্মের মাঝেই তিনি জেলার সকল মানুষের অন্তরে যুগ যুগ ধরে বেচেঁ থাকবেন।ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জেলা পুলিশকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করেন। ব্রাহ্মণবাড়িয়ার সরকারি শিশু পরিবারের নিবাসী হাবিবা আক্তারের অভিভাবকত্ব গ্রহণ করে তার রাজকীয় বিয়ের আয়োজনের মাধ্যমে দেশজুড়ে ব্যাপক প্রশংসিত হন মিজানুর রহমান। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার গণপরিবহন ব্যবস্থাকে জনবান্দবকরণ, প্রতিবন্ধী শিশু মৌসুমিকে সুস্থ্য করে তোলা, উত্তরাঞ্চলের বন্যা দুর্গতদের সাহায্যার্থে তহবিল গঠন, ব্রাহ্মণবাড়িয়ার টাউন খাল পরিস্কার ও শহরের জোড়া সেতুর সৌন্দর্যবর্ধনসহ জনকল্যাণে করা আরও বেশ কিছু কর্মকাণ্ড মিজানুর রহমানকে দিয়েছে ‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি। তার মানবিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। উল্লেখ্য গত বছরের ৮ নভেম্বর পুলিশ সুপার থেকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পান মিজানুর রহমান। তাকে পুলিশ সদর দফতরে পদায়ন করা হয়েছে। নন্দিত এ পুলিশ কর্মকর্তার স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আনোয়ার হোসেন খান। পুলিশ সুপার মিজানুর রহমান গত ২০১৫ সালের ৭ জুন ব্রাহ্মণবাড়িয়ায় যোগদান করেন। ব্রাহ্মণবাড়িয়ায় যোগাদানের আগে তিনি গোপালগঞ্জের পুলিশ সুপার ছিলেন।
আপনার মন্তব্য লিখুন