সরাইলে আক্বাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাআত সংরক্ষন পরিষদের উদ্যোগে ১৬মার্চ ৮ম বার্ষিক শাণে রেসালত মহাসম্মেলন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ , ৬ মার্চ ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আক্বাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাআত সংরক্ষন পরিষদের উদ্যোগে ৮ম বার্ষিক শাণে রেসালত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। ১৬মার্চ শুক্রবার বাদ জুম্মা থেকে সরাইল গরুর বাজার মাঠে উক্ত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা যায়। জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসার শায়খুল হাদিস ও প্রিন্সিপাল আল্লামা মনিরুজ্জামান সিরাজীর সভাপতিত্বে ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার শায়খুল হাদিস ও নাজিমে তা’লিমাত আল্লামা সামছুল হক এর সহ-সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত মহাসম্মেলনে গুরুত্বপূর্ণ নছিহত পেশ করবেন আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা জুনাঈদ আল হাবিব, আল্লামা আলহাজ্ব খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, হাফেজ ক্বারী মাওলানা সাইদুল ইসলাম আসাদ, আল্লামা মেরাজুল হক কাসেমী, আল্লামা আলহাজ্ব আশরাফ আলী, আল্লামা মুফতি মাজহারুল হক কাসেমী প্রমুখ। এছাড়া বহু উলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ এতে তাশরীফ আনিবেন। উক্ত মহাসম্মেলনে উপস্থিত থাকতে আক্বাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাআত সংরক্ষন পরিষদের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে দাওয়াত করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন