সরাইলে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে যুবক আহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ , ৯ আগস্ট ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
সরাইলে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে যুবক আহত
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামে এক যুবক গুরুত্র আহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাড়িউড়া বাজারের পশ্চিমে রাস্তায় বুধবার (৯ আগস্ট) দিবাগত রাত ৮ টায় এ ঘটনা ঘটে।
আহত আনোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার নীলখাত গ্রামের আব্দুল খালেক এর পুত্র।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আনোয়ার হোসেনকে উপর্যপুরি ছুরিকাঘাত করে রাস্থায় ফেলে চলে যায়৷ খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যপারে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, টহলরত পুলিশ খবর পাওয়ার সাথে সাথে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন