শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১দফা দাবি আদায়ের লক্ষ্যে সরাইলে শিক্ষকদের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ , ৯ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষকরা। আজ মঙ্গলবার(৯জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলার ২২টি বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষক-শিক্ষিকা মানববন্ধন কর্মসূচী পালন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম মানিক, চুন্টা এসি একাডেমীর প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রীমন্ত চক্রবর্তী, পানিশ্বর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কানু ধন শীল, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নুরুন্নাহার বেগম প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আপনার মন্তব্য লিখুন