২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

শিক্ষক মহাসমাবেশ স্থগিত ঘোষনায় বিক্ষুদ্ধ সাধারণ শিক্ষকরা, ধর্মঘট চলবে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ , ১৪ মার্চ ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

ডেস্ক রিপোর্ট

জাতীয়করণসহ ১১ দফা দাবিতে সাত দিনের আল্টিমেটাম দিয়ে মহাসমাবেশ স্থগিত ঘোষণা দেয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেন সাধারণ শিক্ষকরা। ফলে শিক্ষকদের মধ্যে দুই দফায় সংর্ঘষ সৃষ্টি হয়। মানি না মানবে না বলে সাধারণ শিক্ষকরা বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সংগঠনের সভাপতি অধ্যক্ষ আবুবকর সিদ্দিকী আন্দোলন স্থগিত ঘোষণা দেয়ার পরও শিক্ষকরা রাজপথ না ছাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে শিক্ষকনেতা আবুবকর সিদ্দিকী সেখান থেকে সরে পরেন। এ সময় সাধারণ শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সব শিক্ষকের প্রতি আহ্বান জানান। ফলে শিক্ষকদের আন্দোলন দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। আন্দোলন স্থগিত ঘোষণাকালে সংগ্রাম কমিটির সভাপতি আবুবকর সিদিক্কী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমাদের দাবি বাস্তবায়নে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। আমাদের যৌক্তির দাবির বিষয়টি তিনি প্রাধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন’।তিনি বলেন, আগামী ৭ দিন সারাদেশে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হবে। এরপরও যদি আমাদের দাবি বাস্তবায়নে সরকার কোনো পদক্ষেপ না নেয়, তবে নতুন করে আমাদের কঠোর আন্দোলন শুরু হবে। সভাপতির এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষকরা। তারা ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। আন্দোলন চালিয়ে যাবেন বলে বিক্ষোভ করতে থাকেন। এর কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা বাহিনী এসে শিক্ষকদের সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন