শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১৫ এর পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ , ২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ৫বছর পূর্তি পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সিরাজুল ইসলাম খাদেম।.অনুষ্ঠানে শিক্ষকদের সম্মাননা স্মারক ও অত্র বিদ্যালয়ের এসএসসি-২০১৫ ব্যাচের ছাত্র মোঃ তামিম আহমেদসহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি স্মারক প্রদান করা হয়। একই সাথে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। দীর্ঘ ৫বছর পর ছাত্র জীবনের নানা স্মৃতিজড়িত প্রিয় শিক্ষাঙ্গনে এসএসসি ব্যাচ-২০১৫ এর সকল বন্ধুরা একত্রিত হয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আনুষ্ঠানিকভাবে পুনর্মিলনী অনুষ্ঠান করতে পেরে প্রাক্তন শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। ভবিষ্যতেও যেন এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানে সকলে একত্রিত হতে পারে সেই জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১৫ এর প্রাক্তন শিক্ষার্থীরা।
আপনার মন্তব্য লিখুন