৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের তৃতীয় দফা জানাজা শেষে দাফন সম্পন্ন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ , ১৭ ডিসেম্বর ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের তৃতীয় দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ হাই স্কুল মাঠে বাদ জোহর তৃতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। তাঁর একমাত্র ছেলে চিকিৎসক রায়হানুল হক জানাযায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি বাবার আত্মার শান্তি কামনা করে সবার দোয়া কামনা করেন। মরহুম ছায়েদুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ মানুষের নেতা ও শিক্ষানুরাগী ছিলেন। এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নাসিরনগর উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ছায়েদুল হকের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযুদ্ধের এই বীর সেনানীকে গার্ড অব অনার প্রদান করে এক মিনিট নীরবতা পালন করা হয়। জানাজায় প্রায় লক্ষাধিক লোক অংশ নেয়। জানাজা শেষে সর্বস্তরের জনতা ছায়েদুল হকের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার স্মৃতির প্রতি ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র.আ.ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা পরিষদ চেয়ারম্যান সফিকুল আলম এমএসসি, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আরিফ আজাদ, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নজরুল আনোয়ার, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান, সাবেক উপ-মন্ত্রী অ্যাডভোকেট হুমায়ুন কবির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মঈনুদ্দিন মঈন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াসিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদসহ সহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বসস্তরের লাখো মানুষ জানাজায় অংশ নেন। শনিবার সকাল ৮টা ৩৯ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মন্ত্রী ছায়েদুল হক ইন্তেকাল করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন