“ভাষা আন্দোলনে সরাইল” শীর্ষক আলোচনা সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ , ২১ ডিসেম্বর ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
“ভাষা আন্দোলনে সরাইল” শীর্ষক আলোচনা সভা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে ” ভাষা আন্দোলনে সরাইল” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকালে সরাইল উপজেলা গ্রন্থাকারে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি বদর উদ্দিনের সভাপতিত্বে এবং সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল। ” ভাষা আন্দোলনে সরাইল” শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন সরাইল ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন, সরাইল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আবু হানিফ, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট কামরুজ্জামান আনসারী, আওয়ামী লীগ নেতা ও শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু, জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নাজমুল হোসেন, আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুর রাশেদ, সরাইল সদর ইউনিয়নের তিন বারের সভাপতি আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রকাশ আনব আলী, আওয়ামী লীগ নেতা মোঃ মাহফুজ আলী, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, চুন্টা এসি একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু,
সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষক নেতা সামসুল আলম, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন ক্বারী মোঃ জামাল মিয়া।
সরাইলের এক ঝাঁক শিক্ষক কর্তৃক “রাষ্ট্র ভাষা বাংলা হউক” সর্বপ্রথম দাবি উত্তাপণ করায় সরাইলকে রাষ্ট্রীয়ভাবে ভাষা আন্দোলনের সূতিঁকাগার ঘোষনার দাবি করেন বক্তাগণ।
আপনার মন্তব্য লিখুন