২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ২০দলীয় জোটের মনোনয়ন চান জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ , ১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

20181116_234332

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ২০ দলীয় জোটের মনোনয়ন চান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।  দলের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমীর নিকট থেকে তিনি ইতিমধ্যে দলীয় মনোনয়নপত্র গ্রহন করেছেন।  আসন বন্টন নিয়ে জোটের সাথে জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দের চলছে দর কষাকষি। জমিয়ত সূত্রে জানা যায়, সংগঠনটি ২০ দলীয় জোটের মনোনয়ন নিয়ে যে কটি আসনে নির্বাচন করতে চায় এর মধ্যে অগ্রাধিকার পাবে ব্রাহ্মণবাড়িয়া-২  আসনটি। মনোনয়ন প্রত্যাশী মাওলানা জুনাইদ আল হাবিব জানান,  ১৯৮১ সাল থেকে জাতীয় রাজনীতির পাশাপাশি আশুগঞ্জ-সরাইল এলাকার গণ মানুষের পাশে থেকে কাজ করছেন। বিগত ২০০১ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তৎকালীন জোট প্রার্থী মুফতি ফজলুল হক আমিনীর (রহ.) চীফ ইলেকশন এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালের নির্বাচনে মুফতি আমিনী (রহ.) এ আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন। জুনায়েদ আল-হাবীব বলেন, ‘এ দুটি নির্বাচনে কাজ করার সুবাধে এ এলাকার সর্বস্তরের মানুষের সাথে আমার ঘনিষ্টতা আরো বেড়েছে। এছাড়া তৎকালীন ইসলামী মোর্চার মহাসচিব হিসেবে এ আসনের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আমি সম্যকভাবে অবহিত রয়েছি। ইসলামী ঐক্যজোটের হয়ে সরকার দলীয় রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকায় অনেক ক্ষেত্রে সমস্যা সমাধানে ভূমিকাও রেখেছি। তাই এ এলাকার মানুষের ভালবাসার টানেই আমি এখানে কাজ করতে চাই। আমাকে জোটের মনোনয়ন দেয়া হলে জনগণের ভালবাসা ও সমর্থনে আসনটি পুণরুদ্ধার করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন