২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ , ২৬ নভেম্বর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

ssssssssssssssssssss-2
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সকল জল্পনা- কল্পনা শেষে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে চূড়ান্তভাবে বিএনপির মনোনয়ন পেয়েছেন প্রবীণ ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ৪ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। গতকাল সোমবার বিকালে এ আসনে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার মনোনয়ন পাওয়ার বিষয়টি দলীয়ভাবে নিশ্চিত করা হয়েছে। দীর্ঘদিন পর অংশগ্রহণ মূলক নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার মত একজন হেভীওয়েট প্রার্থী দলীয়ভাবে মনোনয়ন পাওয়ায় আনন্দিত তৃণমূলের নেতা-কর্মীরা। আগামী নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির ঘাটিঁ হিসেবে পরিচিত এ আসনে ধানের শীষের প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে তৃনমূল নেতা-কর্মীদের ধারণা।  এ ব্যাপারে সরাইল উপজেলা বিএনপি নেতা আনিসুল ইসলাম ঠাকুর ও শেখ রকিব উদ্দিন বলেন বর্তমান প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে উকিল আব্দুস সাত্তার ভূইঁঁয়ার মত একজন হেভীওয়েট প্রার্থীকে নির্বাচনের জন্য দলীয়ভাবে মনোনীত করে দলের নীতি নির্ধারকগণ সময় উপযোগী সিদ্বান্ত গ্রহন করেছেন।  ঐক্যফ্রন্ট, ২৩দলীয়জোট ও বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার মাধ্যমে এ আসনে বিপুল ভোটে ধানের শীষের হেভীওয়েট প্রাথী উকিল সাত্তার ভূইয়া বিজয়ী হবে ইনশাল্লাহ। এ ব্যপারে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রাপ্ত সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া দলীয়ভাবে তাঁকে নির্বাচনে মনোনীত করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ও দলের নীতি নির্ধারকদের ধন্যবাদ জানিয়ে বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ও দেশে সুষ্ঠু ধারার গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনতে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে বিপুলভোটে বিজয় অর্জনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি দলকে উপহার দেব ইনশাল্লাহ। আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে তাঁকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন