২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির বৈধ প্রার্থী আহসান উদ্দিন খান শিপন এর ব্যপক গণসংযোগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ , ৩ ডিসেম্বর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

FB_IMG_1543472866333FB_IMG_1543765789797

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া – ২ আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী আহসান উদ্দিন খান শিপন এর প্রার্থীতা বৈধ বলে ঘোষনা দিয়েছেন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। আজ রোববার(২ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে অন্যান্য প্রার্থীদের মত বিএনপি দলীয় প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি আহসান উদ্দিন খান শিপন এর প্রার্থীতা বৈধ বলে প্রকাশ করা হয়েছে। একই দিন বিকালে ও সন্ধায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার এলাকায় ও নোয়াঁগাও ইউনিয়নের আখিঁতারা এলাকায় ব্যপক গণ সংযোগ করে ধানের শীষে পক্ষে প্রচারনা চালান তিনি। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ দুই শতাধিক সমর্থক উক্ত গণ সংযোগে অংশগ্রহন করেন। এ ব্যপারে ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের বিএনপি দলীয় মনোনীত বৈধ প্রার্থী আহসান উদ্দিন খান শিপন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রদলের গুরত্বপূর্ণ পদে থেকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছি। কেন্দ্রীয় ছাত্র দলে দীর্ঘ দিন বিভিন্ন কমিটিতে গুরত্বপূর্ণ পদে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দলের দুর্দিনে কাজ করেছি। ছাত্ররাজনীতি থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক জীবনে এলাকা মানুষের সুখে দু:খে পাশে থেকেছি। এবারের নির্বাচন দেশ নেত্রীকে জেল থেকে মুক্তির নির্বাচন, এবারের নির্বাচন জননেতা তারেক রহমানের দেশে ফেরার নির্বাচন। এবারের নির্বাচন মানুষের মুক্তির আন্দোলন। দলের প্রতি আমার ত্যাগকে বিবেচনায় নিয়ে চূড়ান্তভাবে আমাকে মনোনীত করা হলে ইনশাল্লাহ এ আসনে বিজয়ী হয়ে দলকে আসনটি উপহার দিতে পারব। তবে দল যাকেই চূড়ান্তভাবে মনোনয়ন দিবেন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করব ইনশাল্লাহ। তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন