ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টারের সমর্থনে শোডাউন, গণমিছিল ও সমাবেশ,
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ , ২৩ সেপ্টেম্বর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টারের সমর্থনে শোডাউন, গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২সেপ্টেম্বর শুক্রবার বিকালে সরাইল উপজেলা সদর থেকে ২০-২৫টি মোটরসাইকেল, ৩টি সিএনজি অটোরিক্সা ও একটি মাইক্রোবাসযোগে আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার সমর্থিত বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা শাহজাদাপুর নৌকাঘাট পর্যন্ত শোডাউন করেন। পরে নৌকাযোগে নৌঘাট পাড় হয়ে শাজাদাপুর গ্রামে পৌঁছলে সেখানকার স্থানীয় নেতা-কর্মীরা আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টারসহ মোটর শোভাযাত্রার সকল নেতা-কর্মীদের স্বাগত জানান এবং এসময় একটি গণমিছিল বের হয়। মিছিলকারীগণ শাহজাদাপুর গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শাহজাদাপুর বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টার। শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আজাদ মিয়ার সভাপতিত্ব্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুল বারী সরকার(বুলবুল) এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে সরাইল উপজেলা বিএনপি নেতা জহির উদ্দিন আহমেদ, আজমল হোসেন ছোটন, সেলিম খান, মশিউর রহমান, জাবেদ মিয়া, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, সিনিয়র সহসভাপতি মো: আবু সুফিয়ান, যুবদল নেতা আব্বাস উদ্দিন, বায়েস, বাবুল মিয়া, সারোয়ার, আকবর, উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম মুকুল, ছাত্রদল নেতা রিগ্যান খন্দকার, মো: সোহাগ মিয়া, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি সভাপতি এম এ ফারুক, সদস্য সচিব মামুন মিয়া, শাহবাজপুর বিএনপির সদস্য সচিব আমান মিয়া, চুন্টা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জয়নাল, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামাল মিয়া, শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর মিয়া, শাজাদাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন মিয়া, শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো:শরীফ, সাধারণ সম্পাদক এখলাছ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার সমর্থিত উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন