ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক জিল্লুর রহমান জিল্লুসহ সদস্যবৃন্দকে গণসংবর্ধনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ , ১৭ নভেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কম:
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক জিল্লুর রহমান জিল্লুসহ সম্মানিত সদস্যবৃন্দকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার(১৭নভেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়া কনভেনশন হলে উক্ত সংবর্ধনা দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ও অন্তভুক্ত বিভিন্ন ইউনিয়ন, জেলার অন্তর্ভুক্ত বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী দফায় দফায় মিছিলসহ উক্ত সংবর্ধনা স্থলে সমবেত হয়েছেন। একপর্যায়ে উপস্থিত নেতা-কর্মীদের ভীড়ে কনভেনশন হল কানায় কানায় পূর্ন হয়ে হলের সামনের মাঠে বিপুল সংখ্যক নেতা-কর্মী সমাবেত হয়। কোরআন তেলায়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে নির্বাচিত সকল সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃবৃন্দ। পরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ নিজ নিজ ইউনিটের পক্ষ থেকে নবনির্বাচিত আহবায়ক জিল্লুর রহমান জিল্লুকে একে একে ফুলেল সংবর্ধনা দেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সম্মানিত সদস্য হাফিজুর রহমান মোল্লা (কচি), জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সম্মানিত সদস্য জহিরুল হক খোকন প্রমুখ। বিপুল সংখ্যক নেতা-কর্মীর ফুলেল সংবর্ধনায় সিক্ত নবনির্বাচিত আহবায়ক জিল্লুর রহমান জিল্লুকে জেলা বিএনপির আহবায়ক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাঁর উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করেন। সেই সাথে তাঁকে সার্বিক সহযোগিতা করায় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ মাহবুব শ্যামল ও কসবা-আখাউড়ার কৃতি সন্তান ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কবির আহম্মদ ভূঁইয়াকে ধন্যবাদ জানান।
এদিকে বিএনপি নেতা আলহাজ্ব আনিসুল ইসলাম ঠাকুর, শেখ রকিব উদ্দিন ও এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশত নেতা-কর্মী উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মিছিলসহ যোগদান করেন। এছাড়া ঢাকা থেকে আগত নবনির্বাচিত আহবায়কসহ নির্বাচিত সদস্যবৃন্দকে বিএনপি নেতা এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ১৭টি গাড়ীবহরে নেতা-কর্মীদের নিয়ে আশুগঞ্জ থেকে ফুলবাড়িয়ার সংবর্ধনা অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন বলে জানা গেছে। অনুষ্ঠানের এক পর্যায়ে জেলা আহবায়ক কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত সরাইলের কৃতি সন্তান আক্তার হোসেন ও শরীফুল্লাহ মৃধা শরিফকে সরাইলের নেতৃবৃন্দ ফুলেল সংবর্ধনা দেন।
আপনার মন্তব্য লিখুন