ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও জেলা বিএনপির বিক্ষোভ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ , ৪ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেডেস্ক রিপোর্ট;
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৭দফা দাবিতে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। বৃহস্পতিবার(৩অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন, সহসভাপতি মো: জিল্লুর রহমান, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন