বিশ্ব ইজতেমা টঙ্গীর একাংশ বি.বাড়িয়া জেলায় শুরু, শনিবার আখেরী মোনাজাত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১৩ পূর্বাহ্ণ , ৪ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম বি. বাড়িয়া জেলা ইজতেমা থেকে:
বিশ্ব ইজতেমা টঙ্গীর একাংশ আজ ৪জানুয়ারি বাদ ফজর থেকে আম বয়ানের মাধ্যমে বি. বাড়িয়া শালগাওঁ কালিসীমা চৌদ্দমোজা ঈদগাহ মাঠে শুরু হয়েছে। তিতাস নদীর তীরে প্রায় ২০ একর জায়গা জুড়ে আয়োজন করা হয়েছে বিশালাকার প্যান্ডেল। প্রতি ২ বছর অন্তর অন্তর টঙ্গী বিশ্ব ইজতেমার একাংশ ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়। আগামী ৬ জানুয়ারী শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এখানকার ইজতেমা। তিনদিন ব্যাপী এ ইজতেমায় দেশী বিদেশী অতিথি সহ প্রায় ১২/১৫ লক্ষ মানুষের সমাগম হবে ধারণা করা হচ্ছে । সরেজমিন ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, ইজতেমায় আগত মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন সড়কের সংস্কার করার পাশাপাশি পর্যাপ্ত পানি , বিদ্যুৎ ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। মুসল্লীদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে কয়েক শতাধিক টয়লেট ও ওজুর স্থান। আগত মুসল্লীদের সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। পুরু ইজতেমা ময়দান বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরায় পর্যবেক্ষন করা হচ্ছে। স্থানীয় মুসল্লী সুত্রে জানা যায়, বিগত ইজতেমায় এখানে ১০/১২ লক্ষ লোকের সমাগম হয়েছিল। এবার লোক সংখ্যা আরো বাড়বে বলে আমরা আশা করছি। নির্ধারিত জায়গা ছাড়াও আশপাশের এলাকায় লোকজন অবস্থান নেয়। ইজতেমার মূল লক্ষ্য হল মানুষকে দ্বীনের পথে নিয়ে এসে সমাজে শান্তি প্রতিষ্ঠা ও ইমানের ভিত্তি মজবুত করা। আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী এ ইজতেমা ৬জানুয়ারি শনিবার সমাপ্ত হবে বলে ইজতেমা আয়োজক সূত্রে জানা যায়।
আপনার মন্তব্য লিখুন