১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বিশ্বনন্দিত মোফাচ্ছেরে কোরআন আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারীর জানাযায় মানুষের ঢ্ল, নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গনে চির নিদ্রায় শায়িত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ , ১৮ এপ্রিল ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

FB_IMG_1587189441104FB_IMG_1587189449652FB_IMG_1587187469819

এম এ করিন সরাইল নিউজ ২৪.কমঃ

বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির, বিশ্ব নন্দিত মোফাচ্ছেরে কোরআন, জামেয়া রাহমানিয়া বেড়তলা সরাইল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিছ আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারীর জানাযায় ছিল মানুষের ঢল। শনিবার(১৮এপ্রিল) সকাল ১০টায় জামেয়া রাহমানিয়া বেড়তলা মাদ্রাসা মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হয়। হাজার হাজার আলেম ওলামা ও তৌহিদি জনতার ভীড়ে জানাযার মাঠে জায়গা না পেয়ে মাঠসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের ১কিলোমিটার পর্যন্ত মহাসড়কে মুসুল্লিরা কাতারবন্দী হয়ে জানাযার নামাজে অংশগ্রহন করতে দেখা গেছে। জানাযায় ইমামতি করেন আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারীর দ্বিতীয় পুত্র হাফেজ মাওলানা আসাদ উল্লাহ। সারাদেশে চলমান করোনা পরিস্থিতির ভয়কে উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহনে অনুষ্ঠিত জানাযা শেষে নিজের প্রতিষ্ঠিত জামেয়া রাহমানিয়া বেড়তলা সরাইল মাদ্রাসা প্রাঙ্গনে চির নিদ্রায় শায়িত হয়েছেন আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারী। উল্লেখ্য দীর্ঘ দিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধী অবস্থায় শুক্রবার(১৭এপ্রিল) বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মার্কাজ পাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি….রাজিউন)। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আলেয়া নামক এলাকায় জন্মগ্রহণকারী বর্ষীয়ান এ আলেমেদ্বীন মৃত্যুকালে স্ত্রী, ৩পুত্র ও ৪মেয়েসহ হাজার হাজার ছাত্র, অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ধর্মপ্রাণ মুসলমানগণ হারিয়েছেন একজন খ্যাতিমান ও যুগ শ্রেষ্ঠ ধর্মীয় বক্তাকে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন