বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী অহিদুজ্জামান লস্কর অপু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ , ২২ মে ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী অহিদুজ্জামান লস্কর অপু
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন আগামী সোমবার (২৩ মে) অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে সভাপতি পদে নিজের প্রার্থীতা ঘোষনা করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদ্য নির্বাচিত অভিভাবক সদস্য অহিদুজ্জামান লস্কর অপু। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মিডিয়ায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষনা দেন। এ ব্যপারে অহিদুজ্জামান লস্কর অপু বলেন, আমি আমার পরিবারকে যেভাবে ভালবাসি তেমনিভাবে কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়কেও ভালবাসি। একজন নির্বাচিত সদস্য হিসেবে বিদ্যালয়ের জন্য যতটুকু কাজ করার সুযোগ রয়েছে সভাপতি নির্বাচিত হলে বিদ্যালয়ের জন্য আরও বেশি করে কাজ করার সুযোগ আছে। তাই আমি আসন্ন সভাপতি নির্বাচনে আমার প্রার্থীতা ঘোষনা করেছি। ইনশাল্লাহ আমি সভাপতি হিসেবে নির্বাচিত হব বলে আমি আশাবাদী।
এ ব্যপারে সংশ্লিষ্ট সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
আপনার মন্তব্য লিখুন