২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত ২১ পুলিশ সদস্য

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ , ৫ এপ্রিল ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

 

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও পুলিশ বহনকরা পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত হয়েছেন ২১ জন পুলিশ সদস্য। সোমবার(৫এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতভর টহল শেষে পুলিশবাহী একটি পিকআপ ভ্যান পুলিশ লাইনে যাওয়ার সময় বিশ্বরোড থেকে আসা ইকনো পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে পুলিশবাহী পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় গাড়িতে থাকা পুলিশ সদস্যরা আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আসেন এবং আহতদের খোঁজ নেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হক চৌধুরী রেজা জানান, এ ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। চালকসহ ঘাতক বাসটি আটক করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন