প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে দিল্লি গেলেন সাংবাদিক এমডি জালাল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ , ৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে দিল্লি গেলেন সাংবাদিক এমডি জালাল
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিডিয়া টিমে তাঁর সফরসঙ্গী হয়ে সোমবার( ৫ সেপ্টেম্বর) মধ্যাহ্নে দিল্লি গেলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল কাটানিশার গ্রামের কৃতি সন্তান ও বিবিসি নিউজ টোয়েন্টিফোর ডটকম এর হেড অব নিউজ সাংবাদিক এমডি জালাল।
ইতিপূর্বে তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে লন্ডন,আমেরিকা কানাডা, ফ্রান্স, জার্মানী, ইতালি, বেলজিয়াম, অষ্ট্রিয়া সুইজারল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ড, পর্তুগাল, স্পেন মরক্কো ও ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশসহ প্রায় ৪৮টি দেশে মিডিয়া টিমের নিউজ কাভারেজের দায়িত্ব পালন করেন।
তিনি নিজ উপজেলা সরাইলবাসীসহ সকলের নিকট দোয়া কামনা করেছেন। আগামী ৯ সেপ্টেম্বর তাঁরা স্বদেশে ফিরবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে তিনি জাতিসংঘের ৭৬ তম সাধারণ অধিবেশনে গিয়ে জাতিসংঘ অ্যাওয়ার্ড লাভ করেন। দিল্লী সফর শেষে দেশে ফেরার পর চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রীর সাথে ফের আমেরিকা সফর করার সকল প্রক্রিয়া সম্পন্ন করা আছে বলে সাংবাদিক এমডি জালালের ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন