পিতার আসন পুনরুদ্ধার করতে চান মাইনুল হাসান তুষার, আওয়ামী লীগ দলে যোগ দিয়ে মনোনয়ন পত্র জমা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ , ৭ অক্টোবর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
পিতার আসন পুনরুদ্ধার করতে চান মাইনুল হাসান তুষার, আওয়ামী লীগ দলে যোগ দিয়ে মনোনয়ন পত্র জমা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া-২ ( সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন সদ্য প্রয়াত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এমপির এক মাত্র পুত্র মাইনুল হাসান তুষার। বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ গ্রহনের মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করে আজ শনিবার (৭ অক্টোবর) বিকালে তিনি উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া গত ৩০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় এ আসনটি শুন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ব্যপারে প্রয়াত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এমপির একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার বলেন, আমার পিতা এ আসন থেকে দুইবার স্বতন্ত্র থেকে এমপি নির্বাচিত হয়েছেন। সর্বশেষ তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের সার্বিক সহযোগিতায় ও এলাকার মানুষের ভালবাসায় স্বতন্ত্র থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। গত ৩০ সেপ্টেম্বর কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যাওয়ায় এ আসনটি শূন্য হয়। আওয়ামী লীগের দলের প্রাথমিক সদস্য পদ গ্রহন করে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছি। আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মী ও এলাকার মানুষের ভালবাসা ও সার্বিক সহযোগিতায় পিতার এ আসন পুনরুদ্ধার করতে এ আসনে নৌকা প্রতীকে আমি আওয়ামী লীগ দলীয় মনোয়ন পাব বলে আশাবাদী।
আপনার মন্তব্য লিখুন