নতুন শিক্ষাক্রম : ব্রাহ্মণবাড়িয়া মাস্টার ট্রেইনারদের ছয় দিনের প্রশিক্ষণ শুরু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৪৩ পূর্বাহ্ণ , ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
নতুন শিক্ষাক্রম : ব্রাহ্মণবাড়িয়া মাস্টার ট্রেইনারদের ছয় দিনের প্রশিক্ষণ শুরু
এম এ করিম অনলাইন ডেস্ক রিপোর্টঃ
জাতীয় শিক্ষাক্রম রূপরেখার আলোকে যষ্ঠ ও সপ্তম শ্রেণির শিখন সামগ্রী প্রণয়নে ব্রাহ্মণবাড়িয়ায় বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারদের ছয় দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গভঃ গার্লস হাইস্কুলে শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ চলাকালীন প্রতিটি কক্ষ পরিদর্শন করেন।
ঢাকা থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহন করে গণিত বিষয়ে প্রশিক্ষক হিসেবে ফেনি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মোঃ এহসানুল আলম, জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মোস্তাক মুন্সী সহ অন্যান্য বিষয়ে দায়িত্ব প্রাপ্ত প্রশিক্ষকবৃন্দ মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ দিচ্ছেন।
আপনার মন্তব্য লিখুন