ধানের ব্যবসা করতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন সরাইলের দুই যুবক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ , ১২ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ধানের ব্যবসা করতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের উত্তরপাড়ার দুই যুবক। মর্মান্তিক এই ঘটনার শিকার যুবক দুইজন হলেন পানিশ্বর উত্তরপাড়ার নোয়াব মিয়ার পুত্র মামুন মিয়া(২২) ও একই এলাকার খোকন মিয়ার পুত্র হাবির মিয়া(২৪)। এ ঘটনায় উভয় পরিবারে চলছে শোকের মাতম। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার(১১সেপ্টেম্বর) সকালে স্টিলের বড় নৌকাযোগে নিহত মামুন ও হাবিরসহ একই এলাকার চারজন কিশোরগঞ্জ জেলায় যাওয়ার পথে ধীরায় নামক এলাকায় নদীর উপর ঝুলে থাকা বৈদ্যুতিক তার ছিড়েঁ বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মামুন পানিতে পড়ে যায়। সাথে সাথে একই নৌকার পাখায় লেগে মামুনের গলা ও পেট কেটে যায়। পানিতে পড়ে যাওয়া মামুনকে বাচাঁতে তাৎক্ষনিক হাবিব পানিতে লাফ দিয়ে পড়ার সাথে সাথে পানিতে ছিড়েঁ পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে নিস্তেজ হয়ে যায়। এ সময় নৌকায় থাকা অপর দুইজনও পানিতে লাফ দিয়ে তাদের উদ্ধারের চেষ্টাকালে পানিতে ছটপট করতে থাকা হাবিব হাতের ইশারায় পানিতে নামতে তাদের বারণ করেন। এ সময় স্টিলের নৌকা ও পানিতে বিদ্যুৎ থাকায় নৌকায় থাকা দুইজন নৌকার কাঠের অংশে দাঁড়িয়ে প্রাণে রক্ষা পান। মিঠাবোন থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে মিঠাবন থানায় নিয়ে যায়। খবর পেয়ে নিহত মামুন ও হাবির এর পরিবারের লোকজন গিয়ে স্পিডবুটযোগে লাশ বাড়িতে নিয়ে আসলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় এখানকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে। বুধবার দিবাগত রাতেই তাদের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দুটি দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন