দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বানিজমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরাইলে মানববন্ধন পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ , ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানববন্ধন পালন করা হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বানিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের ব্যানারে আজ বৃহস্পতিবার(৭জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উক্ত মানববন্ধন পালন করা হয়েছে। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার এর নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জহির উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক-১ আজমল হোসেন ছোটন, সরাইল উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ছাত্রদল নেতা মোস্তাক আলম খন্দকার রিগ্যান, ছাত্রদল নেতা জামাল হোসেন লস্করসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উক্ত মানববন্ধনে অংশগ্রহন করেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন