টিউবওয়েল প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হোসেন মিয়ার ব্যপক গণসংযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ণ , ৪ মে ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
টিউবওয়েল প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হোসেন মিয়ার ব্যপক গণসংযোগ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: হোসেন মিয়া ব্যপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের বাসিন্দা মো: হোসেন মিয়া নিজ গ্রামে একক প্রার্থী হিসেবে গ্রামের হাজার হাজার মানুষের স্বত:স্ফূর্ত সমর্থন ও সহযোগিতায় নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লায় মতবিনিময় সভা করে নিজের টিউবওয়েল প্রতীকে ভোট দিতে ভোটারদের সমর্থন আদায়ে দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়া উপজেলার কালিকচ্ছ, নোয়াঁগাও, শাহবাজপুর, শাহজাদাপুর, চুন্টা, পাকশিমুল, অরুয়াইল ও পানিশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গড়ে তুলেছেন নিজস্বকর্মী বাহিনী। নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকী থাকায় শেষ মূহূর্তের প্রচারনায় তিনিসহ তার কর্মীরা দৌড়ঝাঁপ করছেন সাধ্যমত।
মো: হোসেন মিয়া সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হওয়াই উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে রয়েছে তার নিজস্ব দলীয়কর্মী বাহিনী।
সবকিছু ঠিক থাকলে আগামী ৮ তারিখের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে ভোটারদের ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এ ব্যপারে তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন