চির বিদায় নিলেন বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ জিল্লু রহমান
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ , ৩১ মে ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
চির বিদায় নিলেন বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ জিল্লু রহমান
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
হাজার হাজার নেতা-কর্মীর অশ্রুসিক্ত নয়নে, ফুলেল শ্রদ্ধা আর ভালবাসায় চির বিদায় নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক বর্ষীয়ান রাজনীতিবিদ মোঃ জিল্লুর রহমান জিল্লু। মঙ্গলবার (৩০ মে) বাদ যোহর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টেংকের পাড় ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের মধ্য দিয়ে তাঁকে চির বিদায় জানান পরিবার-পরিজন, নিকটাত্বীয় ও দলীয় নেতা-কর্মীরা।
এর আগে সোমবার (২৯ মে) সন্ধা ৬ টা ৪৫ মিনিটে তিনি জেলা শহরের ফুলবাড়িয়া নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, আহসান উদ্দিন খান শিপন, শেখ মোহাম্মদ শামীমসহ কেন্দ্রীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপি নেতা বেলাল উদ্দিন তুহিন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুসহ কেন্দ্রীয় বিএনপি, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীস্থ বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী বর্ষীয়ান এই রাজনীতিবিদের জানাযায় অংশগ্রহন করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন