২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

খাসির মাংস বলে শিয়ালের মাংস বিক্রিকালে দুই ব্যক্তি আটক, শিয়ালের মাংস ও কলিজা জব্দ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ , ২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

FB_IMG_1571733555476

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকা থেকে শিয়ালের ২০ কেজি মাংস ও ১০ কেজি কলিজা জব্দ করা হয়েছে। সোমবার(২১অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশ্বরোড হাইওয়ে পুলিশ ২জনকে আটকসহ শিয়ালের মাংস ও কলিজা আটক করেন। আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোরাছুড়ি এলাকার মাদু মিয়ার ছেলে আরজত আলী (২২) ও একই এলাকার সাবু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২০)। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, ঢাকার রামপুরা এলাকার একটি মাংসের দোকান থেকে কম দামে শেয়ালের মাংস ও কলিজা কিনে এনে তারা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হোটেলে খাসির মাংস বলে বিক্রি করতেন। দুপুরে বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে বিক্রি করার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে শেয়ালের ২০ কেজি মাংস ও ১০ কেজি কলিজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরাইল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা আরজত আলীকে ছয় মাসের কারাদণ্ড এবং সাদ্দাম হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন