কোটা প্রথা বহাল রাখার দাবিতে সরাইলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ , ১২ মার্চ ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
কোটা প্রথা বহাল রাখার দাবিতে ও কোটা সংস্কার বা বাতিলের ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানববন্ধন পালন করা হয়েছে। সরাইল উপজেলা মুক্তিয়োদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে সোমবার(১২মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বরের প্রধান সড়কে এ মানববন্ধন পালন করা হয়। সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: ইসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন হাপানিয়া ক্যাম্পের চিফ কমান্ডার, মুক্তিযোদ্ধা সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন মদন, সাবেক উপসচিব বীর মুক্তিযোদ্ধা মো: সালাম, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন, সরাইল উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মোফাসের আলী বাবু, বাবুল মিয়া, সোহাগ মিয়া, সহিদুল ইসলাম, ফারুক মিয়া প্রমুখ। বক্তাগণ সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে কোটা প্রথা বহাল রাখার জন্য সরকারের নিকট দাবি জানান।
আপনার মন্তব্য লিখুন