ওয়ালটন বিজয় ৫০ অফারে ফ্রীজ কিনে বিজয়ী ৪ জন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ , ২০ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ওয়ালটন বিজয় ৫০ অফারে ফ্রীজ কিনে বিজয়ী ৪ জন
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওয়ালটন বিজয় ৫০ অফারে ফ্রীজ কিনে বিজয়ী হয়েছেন ৪ জন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ওয়ালটন কোম্পানি কতৃক আয়োজিত বিজয় ৫০ ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১৩ অফারে, একটি ফ্রীজ কিনে একটি ফ্রীজ বিজয়ী হয়েছে ৪ জন।
বৃহস্পতিবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে ওয়ালটন কোম্পানির নিজস্ব শো-রুমে ৪ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
একটি ফ্রীজ কিনে একটি ফ্রীজ বিজয়ীরা হলো, সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর এলাকার নুর রহমানের ছেলে হাফিজুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর ঘাটুরা মধ্য পাড়া এলাকার খলিল মিয়া’র ছেলে ইকবাল মিয়া, সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুল পুর গ্রামের মুছা মিঞার স্ত্রী হোসনা বেগম। সরাইল উপজেলা সদরের কাচারি পাড়া এলাকার সুর ইসলামের স্ত্রী রত্না বেগম। তারা সকলেই একটি করে ফ্রীজ পায়।
এসময় শো-রুমের ব্যবস্থাপক এবং সকল বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশ্বরোড ওয়ালটন শো-রুমের ব্যবস্থাপক ছোটন চন্দ্র চক্রবর্তী বলেন, প্রত্যেক জেলা উপজেলায়ই আমাদের নিজস্ব শোরুম আছে এবং সবগুলোতেই বিজয় ৫০ অফার চলছে। ওই অফারের বিজয়ীদের হাতে আমরা কোম্পানির দেয়া পুরস্কার তুলে দিতে পেরেছি। আমাদের বিজয় অফার এখনো বলবদ রয়েছে যে কেউ এই অফার লুফে নিতে পারেন।
আপনার মন্তব্য লিখুন