উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির স্ত্রীর প্রথম মৃত্যু বার্ষিকীতে সরাইলে কোরআন খতম ও দোয়া মাহফিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ , ২২ জানুয়ারি ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
আজ শুক্রবার(২২জানুয়ারী) ব্রাহ্মণবাড়ীয়া-২( সরাইল-আশুগঞ্জ) আসনের ৫ বারের এমপি, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভুঁইয়ার সহধর্মিণী নূরুন্নাহার বেগমের প্রথম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে সরাইল উপজেলার অরুয়াইল আবদুল গনি শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়েছে। এছাড়া একই এলাকার সালমা মানিক হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খতম শেষে বাদ এশা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে আত্বীয়-স্বজন ও দলীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে। মরহুমার প্রথম মৃত্যুবার্ষিকীতে নিকটাত্বীয় স্বজনসহ দলীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করায় উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সেই সাথে তাঁর প্রিয় মায়ের রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন