উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির পক্ষ থেকে পাকশিমুল এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ , ২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি, সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার পক্ষ থেকে পাকশিমুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় হত দরিদ্র লোকজনের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার(২এপ্রিল) সকালে সদ্য বিলুপ্ত পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ তানভীর আহমেদ সিহান উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির পক্ষ থেকে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় পাকশিমুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম, অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব মিয়া, যুবদল নেতা মোঃ দ্বীন ইসলাম, মোঃ জুলহাস, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ কামরুল চৌধুরী, পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ এনামুল হক, ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাফেজ আমির হোসেন, ছাত্রনেতা মোঃ জিসান খাঁন, মোঃ গিয়াস মিয়া, মোঃ আতিকুল, অরুয়াইল ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম গাজী ও সাংবাদিক এম মনসুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যপারে ছাত্রদল নেতা তানভীর আহমেদ সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন মাননীয় এমপি মহোদয় শারীরিকভাবে অসুস্থতার কারনে এলাকায় আসতে না পারায় এমপি মহোদয়ের পক্ষ থেকে হত দরিদ্র লোকজনের মাঝে আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার বলেন আমার পিতা বার্ধক্য অবস্থায় বিভিন্ন এলাকায় না যেতে পারলেও পিতার পক্ষ থেকে হত দরিদ্র ও কর্ম পরিবারেত মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছাঁনো শুরু হয়েছে । সরাইল ও আশুগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন