ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলা শাখার উদ্যোগে জনসভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
দূর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার(১৮অক্টোবর) বিকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করীম পীর চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব আলহাজ্ব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা জাকির হোসেন মৃধা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ও সরাইল উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও জনতা উক্ত সভায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করীম পীর চরমোনাই আগামি জাতীয় নির্বাচনে জনগণের ভোটের অধিকার নিশ্চিৎ করার দাবি জানিয়ে বলেন আমরা ডিজিটাল বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, এখন আমরা দেখতে চাই ইসলাম বাংলা। দেশের মানুষ এখন একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চাই। এসময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব মাওলানা মোঃ জাকির হোসেন মৃধাকে পরিচয় করিয়ে দেন এবং হাত পাখা মার্কায় ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করতে সকলের প্রতি আহবান জানান।
আপনার মন্তব্য লিখুন