আশুগঞ্জ উপজেলায় এক হাজার পরিবারের মাঝে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এমপির পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ , ২২ মে ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে এক হাজার পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এমপির একমাত্র পুত্র ও ব্যক্তিগত সহকারি(পিএস) মাইনুল হাসান তুষার। আজ শুক্রবার(২২মে) আশুগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে কর্মহীন ও অসহায় লোকদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোবন করার পর প্রত্যেক ইউনিয়নের লোকদের মাঝে এ সকল পণ্য বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এমপির পক্ষ থেকে কর্মহীন, নিম্ন আয়ের মানুষ ও দলীয় কর্মীদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আশুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সেলিম পারভেজ, ছাত্রদল নেতা মীর সুমন ইসলাম, সোহেলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা-কর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন