আল্লামা মনিরুজ্জামান সিরাজী হুজুরের মৃত্যুতে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির শোক প্রকাশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ , ১০ আগস্ট ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় হুজুর, প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা সিরাজুল ইসলাম বড় হজুর(রহঃ) এর বড় সাহেবজাদা ও ভাদুঘর মাদ্রাসার মুহতামিম আল্লামা মনিরুজ্জামান সিরাজী হজুর(রহঃ) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের নির্বাচিত ৫বারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। এক শোকবার্তায় তিনি বলেন, আল্লামা মনিরুজ্জামান সিরাজী হজুর (রহঃ) ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আলেম-ওলামাদের রাহবার। যে কোনো সংকট মূহূর্তে ঈমান ও হকের পক্ষে বাতেলের আতংক ছিলেন তিনি। বরেণ্য এই আলেমে দ্বীনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়ীয়াবাসী হারিয়েছেন দ্বীনের এক রাহবারকে যার অভাব কখনও পূরণ হবার নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বুজর্গ আলেমে দ্বীনকে যেন বেহেস্থের সর্বোচ্চ স্থান দান করেন সেই দোয়া করার পাশাপাশি শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
আপনার মন্তব্য লিখুন