আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন, কে হচ্ছেন ১ মাস মেয়াদে এমপি?
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ , ৪ নভেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন, কে হচ্ছেন ১ মাস মেয়াদে এমপি?
এম এ করিম সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনের আর মাত্র ১দিন বাকী। আগামীকাল ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এ আসনের উপনির্বাচন। সুষ্ঠু নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন । নির্বাচনী কাজে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ ইতিমধ্যেই নিজ নিজ দায়িত্ব পালনে তৎপর রয়েছেন।
নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, কলার ছড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, লাঙ্গল প্রতীকে জাপা মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল হামিদ ভাসানী, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন এবং গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম (জুয়েল) প্রতিদ্বন্দিতা করছেন। কে হচ্ছেন এক মাস মেয়াদে এমপি? এমন আলোচনা চাউর রয়েছে স্থানীয় ভোটারদের মাঝে।
নির্বাচনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ও কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধার মধ্যেই ভোটের মূল লড়াই হবে বলে ধারণা করছেন বিশ্লেষকগণ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,
এ আসনে সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৪লক্ষ ১০ হাজার ১১২জন। এদের মধ্যে মোট পুরুষ ভোটার ২ লক্ষ ১৭হাজার ৪৩০ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৯২ হাজার ৬৮২ জন।
সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে মোট ১৩২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এ ব্যপারে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.শাহগীর আলম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
আপনার মন্তব্য লিখুন