আখাউড়ায় প্রশাসনের পক্ষ থেকে মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি
ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:০৩ পূর্বাহ্ণ , ৩১ মার্চ ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেমাদক সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের টাকা জঙ্গিবাদে ব্যবহার হচ্ছে। মাদক ব্যবসায়ীদের আর রেহাই করা হবে না। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান এসব কথা বলেন। এসময় তিনি আখাউড়াকে মাদক মুক্ত করার ঘোষণা দেন। আজমপুর থেকেই মাদক বিরোধী অভিযান শুরু হলো। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে তাদেরকে আত্মসর্মন করার আহবান জানান তিনি। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, মাদক ব্যবসার সাথে যারা সংশ্লিষ্ট তাদের প্রত্যেকের নামের তালিকা আমাদের হাতে আছে। এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের আস্তানা গুড়িয়ে দেয়া হবে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ভূইয়া, আমোদাবাদ আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী তারেক, ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ নেতা সাত্তার মিয়া, শাহীন খান, ছাত্রলীগ নেতা সাইফল ইসলাম প্রমুখ। সভা সঞ্চলনা করেন, যুবলীগ নেতা জামাল ভ’ইয়া।
সরাইলনিউজ২৪.কম
আপনার মন্তব্য লিখুন