৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

আইন শৃঙ্খলা রক্ষায় মাদার তেরেসা স্বর্ণপদক পেলেন আশুগঞ্জ থানার ওসি মো.বদরুল আলম তালুকদার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ , ৩ জুলাই ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

aaaaaaa
এম এ করিম সরাইল(ব্রাহ্মণবাড়িয়া):
আইন শৃঙ্খলা রক্ষা ও মানব কল্যাণে বিশেষ ভূমিকার স্বীকৃতি স্বরূপ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. বদরুল আলম তালুকদারকে মাদার তেরেসা স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি নামের একটি সংগঠন ওসি বদরুল আলম তালুকদারকে সম্মানসূচক এ পদকে ভূষিত করে। সোমবার(২জুলাই) বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওসি বদরুল আলম তালুকদারের হাতে এ স্বর্ণপদক তুলে দেন সুপিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল-আজাদ। বাংলাদেশ সাংবাদিক সংস্থার মহাসচিব ও বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির উপদেষ্টা মো. রফিকুল ইসলাম স¤্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্, দৈনিক আমার সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুহা. মীযানুর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। আলোচনা সভা ও গুণীজনদের মাঝে পদক প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখ্য ওসি বদরুল আলম তালুকদার গেল বছরের ১২ মে আশুগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। এরপর থেকেই তিনি আইন-শৃঙ্খলা রক্ষাসহ মানবিক নানা কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখছেন। যোগদানের পর এখন পর্যন্ত থানায় দেড়শ মাদক মামলা নেয়া হয়েছে এবং ৫শ’ কেজি গাঁজা, ১২ হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেট ও ৪ হাজারেরও বেশি বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে ওসি বদরুলের নেতৃত্বে। এছাড়া কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এলাকায় দাঙ্গাও কমিয়ে আনা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন