১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে রকেট মেন্বার হত্যাকান্ডের বিচারের দাবিতে কর্মসূচী গ্রহন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ , ১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি মেম্বার প্রকাশ রকেট মেম্বার হত্যাকান্ডে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কর্মসূচী গ্রহন উপলক্ষে প্রস্তুতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। নিহত রকেট মেম্বার এর পরিবার এর পক্ষ থেকে সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এর উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আজ বুধবার(১৯ ফেব্রুয়ারী) বিকালে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সরাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইদ্রিছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী রোকেয়া বেগম, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ ইসমত আলী, সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন আনব আলী, সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন মদন, আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলী, হাজী ইকবাল হোসেন, জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজার, সাবেক ছাত্রলীগ নেতা রনি, উচালিয়াপাড়া গ্রামের শানু মিয়া, বেপারি পাড়া গ্রামের মুরাদ মিয়া ও নিহত রকেট মেম্বারের পুত্র শাহনেওয়াজ রনি প্রমুখ। সভায় রকেট মেম্বারের পুত্র শাহনেওয়াজ রনি বলেন পরিকল্পিতভাবে খুনিরা প্রকাশ্যে কুপিয়ে নৃশংসভাবে আমার পিতাকে হত্যা করেছে। আমার পিতাকে আমরা বাচাঁতে পারিনি। আপনাদের সকলের কাছে আমার একটাই চাওয়া আমি যেন আমার পিতা হত্যার দ্রুত বিচার পাই সেই জন্য সকলের সার্বিক সহযোগিতা চাই।সভায় অন্যান্য বক্তাগণও এই লোমহর্ষক হত্যাকান্ডে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। এ লক্ষ্যে সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী সোমবার(২৪ফেব্রুয়ারী) সকাল ১০টায় একই স্থানে বিভিন্ন এলাকার লোকজনকে নিয়ে বৃহৎ আকারে প্রতিবাদ সমাবেশ করার কর্মসূচী ঘোষনা করা হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন